পৃথিবীতে এখন জীবিত ভাষা আছে ৭০০০ এরও অধিক। বিভিন্ন ভাষায় ভাবপ্রকাশী মানুষের সংখ্যা বিভিন্ন হলেও সর্বাধিক জনগোষ্ঠীর ভাষাই শক্তিশালী ভাষা হওয়ার যৌক্তিক দাবিদার। কিন্তু প্রকৃতপক্ষে সব ভাষাই সমান গুরুত্বপূর্ণ নয় ও হয়ে উঠে না। শিল্প, সাহিত্য, সমৃদ্ধ সংস্কৃতি ইত্যাদির পাশাপাশি বর্তমান বিশ্বায়নের যুগে কোন ভাষার শক্তি বাড়বে ও গুরুত্বপূর্ণ হবে তার অনেকাংশই নির্ভর করে ওই ভাষাভাষী জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার ওপর।
ভাষার বৈশ্বিক গুরুত্ব
আমরা যদি বর্তমাণ বিশ্বের সর্বাধিক প্রচলিত কিংবা গুরুত্বপূর্ণ কিংবা শক্তিশালী ভাষাগুলোর দিকে নজর দিই তাহলে দেখতে পাবো ইংরেজি সেখানে প্রথম স্থান দখল করে আছে। তবে জনগোষ্ঠীর দিক দিয়ে ২০১১ সালের হিসেবে মান্দারিন (চীনা) প্রথম, যেটি ৮৭ কোটি ৪০ লাখ মানুষের প্রথম ভাষা, হিন্দি দ্বিতীয়, যেটি ৩৬ কোটি ৬০ লাখ মানুষের প্রথম ভাষা, ইংরেজি তৃতীয়, যেটি ৩৪ কোটি ১০ লাখ মানুষের প্রথম ভাষা। তারপর রয়েছে স্প্যানিশ, যেটি ৩২ কোটি ২০ লাখ মানুষের প্রথম ভাষা ও এরপরের স্থানটি বাংলা ভাষার। তথ্যমতে বাংলায় কথা বলে ২০ কোটি ৭০…
View original post 1,626 more words
Advertisements